মেহেদী হাসান,খুলনা
তারুণ্যের আশা, নেতৃত্বের প্রত্যয়, আর রাজনৈতিক অধিকারের দাবিতে মুখর হয়ে উঠেছে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দান। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।
খুলনা ও বরিশাল বিভাগের শত শত তরুণ নেতাকর্মী ইতিমধ্যেই সমবেত হয়েছেন এই কর্মসূচিতে। তরুণদের অংশগ্রহণের প্রাণবন্ততা যেন এক নতুন প্রত্যাশার বার্তা দিচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
সমাবেশ স্থলে গিয়ে দেখা গেছে, তীব্র তাপদাহের কারণে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা আশপাশের গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিও ছিল লক্ষণীয়। বক্তৃতা দেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
নেতাকর্মীদের কণ্ঠে ছিল দ্রোহ, সংকল্প ও পরিবর্তনের প্রত্যাশা। তরুণেরা বলছেন, “আমরাই আগামী দিনের নেতৃত্ব, আমাদের কণ্ঠস্বর রোধ করা যাবে না।”
এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির তরুণ শাখাগুলোর সংগঠিত উপস্থিতি ও মাঠে সক্রিয় অংশগ্রহণ নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ ভবিষ্যতের রাজনীতিতে তরুণদের অধিক সক্রিয় এবং প্রভাবশালী করে তুলতে পারে।
সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। সমাবেশের জন্য ৬০ ফুট প্রশস্ত ও ৩০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে ১৫০টি মাইক, ৪ সেটআপ লাইনারি ও ৩০ পেয়ার সাউন্ড স্থাপন করা হয়েছে। মাঠে মেডিকেল ক্যাম্প ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।
খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দান যেন আবারও সাক্ষী থাকছে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার।