শার্শা প্রতিনিধি ; যশোরের শার্শায় আবার নতুন করে দুই ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই দুই জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছেন বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
আক্রান্তরা হলো ডাঃজাহিদ হাসান ও বিচিত্রা মন্ডল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে ভারত ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত ছিলো।
আক্রান্ত দুইজনই শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯ জন।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, আজ ল্যাব থেকে পাওয়া রিপোর্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ দুই চিকিৎসকের কোভিড-১৯ (করোনা ভাইরাসে) পাওয়া যায়। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।