মোঃ আবির উজ্জামান
মনিরামপুর আর্দশ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়
আমি পড়তে ভালোবাসি।
লেখার মতো জঘন্য কাজ এই দুনিয়াতে নাই!
আমি লিখতে ঘৃণা করি।
দর্পনের পৃষ্ঠতলে সেদিন যখন
তুমি কলম ছুড়ে দিয়েছিলে?
আমি তখন থেকেই লেখা ছেড়ে দিয়েছি।
আমি পথ বেছে নিয়েছি নজরুল,সুকুমার, বনফুল, রবীন্দ্রনাথের।
তবে জানো কি, কলমের এক ফোটা কালি আমায় বেজায় তৃপ্ত করে!!
দুঃখের ঘোরপ্রান্তে যখন আমি উড়ে বেড়ায়
ঠিক তখনি কলমের কালি আমায় বলে,* কি রে, ভুলে গেলি? লিখবিনা আর?*
আমি নির্বোধের মতো পড়া শুরু করি।
আমি আমার পড়ার ভিতরেই নিজেকে খুঁজে পাই।
আমি আমার নিজো সত্তাতে বিশ্বাসী।
কলমের কালি?
সেটা তো কালি ফুরালেই শেষ।
তবে একটি বই যখন আমি পড়ি
তখন সে বই বারবার পড়ার জন্যই এ মন ব্যাকুল হয়।
মাঠে আজ সরিষা ফুলের সুভাষে
কলনল!
তবে সরিষার ঐ ঘ্রাণ আমার জন্য নাহ।
আমি আমার নাক আঁটকে ফেলেছি!
আমি আমার কানগুলো তুলা দিয়ে ঢেকে দিয়েছি।
শুধু রেখেছি আমার এই চোখ দুটো খোঁলা।
লোকে বলে মনো চোখ থাকলে আর কিছু লাগেনা।
এ কথাতে আমি বিশ্বাসী না-
মন বলতে আসলেই কিছু নেই।
তাই বলে ভাইবেননা আপনাদের ছন্দ কথা আমি বলছি।
একুল বাঁধে ঐ কুল ভাঙ্গে!
আমার কাছে মন বলতে কিছুই নাই
আমি স্রষ্টায় বিশ্বসী।
এটাই আমার মুখ্য পরিচয়