কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের অস্হায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক আরাফাত হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার মোস্তাফিজুর রহমান মোস্তাকের স্বাগত বক্তব্যের পর সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা সন্তোষ শর্মার স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সংগঠনের সহ-সভাপতি মাষ্টার কামরুল হাসানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক রবিন চন্দ্র লস্কার, শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক আল আমিন, শিক্ষক জহিরুল ইসলাম, চিকিৎসক তপন শর্মা, সমাজসেবক রফিকুজ্জামান রুমি, চাকুরীজীবী আলমগীর হোসেন, হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ি বিধান চন্দ্র দাশ, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, আবু মুছা, হাফেজ আব্দুল মজিদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে ও মানবতার কল্যাণে সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ গ্রহণ করার মাধ্যমে আমরাই পারি সোনার বাংলাদেশ গড়ে তুলতে। সমাজের উন্নয়ন ও সর্বাঙ্গীন কল্যাণে সংগঠনটি সবসময় আর্তমানতবার সেবায় নিয়োজিত থাকবে। সভায় এলাকার জনসেবামূলক, শিক্ষা, সাংস্কৃতি, স্বাস্থ্য উন্নয়নসহ সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম নিয়েও কাজ করা এবং নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।