1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

“বি,সি,ডি,এস” সভাপতির সন্ত্রাসী সিন্ডিকেট দিয়ে হুমকি, থানায় জিডি

  • প্রকাশের সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার সংবাদটি পাঠিত
“বি,সি,ডি,এস” সভাপতির সন্ত্রাসী সিন্ডিকেট দিয়ে হুমকি, থানায় জিডি

মোঃ ইব্রাহিম খলিল

সাতক্ষীরা “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” (বি,সি,ডি,এস) সাতক্ষীরা জেলা শাখার সভাপতির সন্ত্রাসী সিন্ডিকেট দিয়ে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত ১৬ অক্টোবর বুধবার দুপুর ১.১৪ মিনিট সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলা কমিটি আগামী ৩০-০৪-২৫ তারিখ পর্যন্ত মেয়াদ থাকা অবস্থায় কোন কারন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির নিমিত্তে কমিটি বাতিল করেন। একপর্যায় টাকার বিনিময়ে সাধারণ কেমিস্টসদের কোন মতামত কিংবা সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়াই নতুন সিলেকশন কমিটি দেন একাধারে ৩৫ বছর বাগিয়ে নেওয়া “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন আলী। আর এসব অন্যায় অবিচার আর দূর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন কিছু সংখ্যক প্রতিবাদী “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” সাতক্ষীরা জেলা শাখার আওতাধীন সাধারণ কেমিস্টস্ তথা ওষুধ ব্যবসায়ীরা। “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলার পুর্বের কমিটি বাতিল করে গত ১৪-০৯-২৪ তারিখ সাতক্ষীরা “বি,সি,ডি,এস” কার্যকরী কমিটির সভায়, সিরাজুল ইসলাম কে বিধিবহির্ভূত ভাবে নতুন সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গত ১৫-০৯-২৪ তারিখ থেকে আগামী ১৫-০৮-২৫ তারিখ পর্যন্ত এক বছর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন পকেট কমিটির অনুমোদন দেওয়ায় “বি,সি,ডি,এস” এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন আলী’র প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন কেমিস্টসরা। নতুন কমিটির পক্ষে এবং বিপক্ষে রেজিস্ট্রার খাতায় গণস্বাক্ষর কার্যক্রম শুরু করা হয়। এরই প্রেক্ষিতে গত ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টার সময় ওষুধ ব্যাবসায়ীদের স্বাক্ষর গ্রহণ করার নিমিত্তে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে এস,এম, হাফিজ মেডিকেল হল নামক প্রতিষ্ঠান স্বত্বাধিকারী মোঃ হাফিজুর রহমান এর স্বাক্ষর গ্রহণ করা রেজিস্ট্রার খাতা নিজ হাতে থাকাকালীন সময় কথিত আবুল হোসেন মৃধা ও আসফারুক ব্যাবসায়ীদের স্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা কেড়ে নিয়ে পালিয়ে যায়। উক্ত গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা উদ্ধার করার জন্য কালিগঞ্জ বৈধ জনপ্রতিনিধিগণ উল্লেখিত দুইজন ব্যক্তির সাথে মুঠোফোনে কথা বলেন। এ সময় তারা মুঠোফোনে আলাপকালে বলেন, সাতক্ষীরা “বি,সি,ডি,এস” সভাপতি দ্বীন আলীর নির্দেশে গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা কেড়ে নিয়েছেন। রেজিস্ট্রার খাতা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধে করলে মোবাইলের লাউড স্পিকারে প্রাক্তন ওষুধ ব্যাবসায়ী আলহাজ্ব আবু সাইদ এর কথোপকথনের সময় আবুল হোসেন মৃধা ও আসফারুক উপস্থিত জনতার সামনে মুঠোফোনে কালিগঞ্জ উপজেলার বৈধ প্রতিনিধিদের কাছে চাঁদা দাবির পাশাপাশি বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয় বলে এসব দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। গণস্বাক্ষর সম্বলিত ঐ রেজিস্ট্রার খাতায় অধিকাংশ বৈধ ওষুধ ব্যাবসায়ীরা নতুন কমিটির বিপক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি গণস্বাক্ষর করেন। নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলার নতুন কমিটি অনুমোদনের বিপক্ষে বৈধ ওষুধ ব্যাবসায়ীরা অবস্থান করার পাশাপাশি স্বাক্ষর দিয়ে মত প্রকাশ করায় নিজের অপকর্ম এবং দূর্নীতি ঢাকতে গণস্বাক্ষর সম্বলিত রেজিস্ট্রার খাতা নিজের পালিত সন্ত্রাসী আবুল হোসেন মৃধা ও আসফারুক সিন্ডিকেট দিয়ে কেড়ে নেয় সভাপতি দীন আলী।
এ বিষয় গত ১৪ অক্টোবর “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” সাতক্ষীরা জেলা শাখার (বি,সি,ডি,এস) এর সভাপতি দ্বীন আলী’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, মেয়াদ থাকা কালীন কমিটি বাতিল করে নতুন কমিটির অনুমোদন দেওয়ার ক্ষমতা আছে “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার। আপনার নির্দেশে রেজিস্ট্রার খাতা কেড়ে নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আবুল হোসেন মৃধা ও আসফারুক কে আমি চিনি। কিন্ত আমি তাদের কোন নির্দেশ দেয়নি।
অপর এক প্রশ্নে তিনি বলেন, ভাই আমি ব্যস্ত আছি, আপনাকে আমার অফিসে চা খাওয়ার দাওয়াত থাকলো। এদিকে “বি,সি,ডি,এস” সভাপতি সহ তার অপকর্মের দুই সহযোগীর বিরুদ্ধে গত ১৫ অক্টোবর ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় সহ আঞ্চলিক পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওঠে “বি,সি,ডি,এস” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন আলী। নতুন সিলেকশন কমিটি মেনে না নেওয়ায় “বি,সি,ডি,এস” কালিগঞ্জ উপজেলার পূর্বের মেয়াদ থাকা কমিটির সভাপতি আঃ রশিদ কে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান “মেসার্স গাজী ফার্মেসী” কালিগঞ্জ পূর্বনারায়নপুর অবস্থান কালে মুঠোফোনে কল দিয়ে শিমুল পরিচয়দানকারী এক ব্যক্তি হুমকি প্রদান করেন। হুমকি প্রদানকালে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায় বলে যে, তুই দ্বীন আলীকে চিনিস? তোর এতো বড় সাহস? তুই দ্বীন আলীর দেওয়া কালিগঞ্জ উপজেলা কেমিস্টস্ কমিটিকে অবমাননা করিতেছিস। কথিত হুমকি প্রদানকারী ঐ ব্যক্তি আঃ রশিদ কে উদ্দেশ্য করে আরও বলেন, তোকে যেখানে পাওয়া হবে তুলে নিয়ে আসা হবে। এসময় আঃ রশিদ কে প্রাননাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান কর। এ ঘটনায় ভুক্তভোগী আঃ রশিদ গত ১৬-১০-২৪ তারিখ কালিগঞ্জ থানায় জীবনের নিরাপত্তার নিমিত্তে একটি সাধারণ ডায়েরি করেন। যাহার জিডি নং ৬২২। ভুক্তভোগী আঃ রশিদ কালিগঞ্জ উপজেলার পূর্বনারানপুর গ্রামের জমাত আলীর ছেলে।
এ বিষয় “বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি” সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দ্বীন আলী মুঠোফোনে আলাপকালে তিনি উত্তেজিত হয়ে বলেন, এ ব্যাপারে আপনারা রিপোর্ট করেছেন। আমার কোনো স্টেটমেন্ট নেবেন না। আমার কাছে শোনা লাগবেনা। আপনারা যা পারেন লেখেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION