বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

বেনাপোলে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ আটক ১

বেনাপোলে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ আটক ১

৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীকে আটক

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ২০ জানুয়ারি ২০২৬

বেনাপোল অফিস

ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। আটক আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্বাহাওলা পাড়ার আব্দুল সামাদ ব্যপারির ছেলে। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- আজ বিকেল সাড়ে ৩ টার দিকে ভারত থেকে আব্দুল সামাদ নামে এক পাসপোর্ট যাত্রীকে সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।