বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

মণিরামপুরে জামায়াতে ইসলামীর ১০ দলীয় সমন্বয় কমিটি গঠন

মণিরামপুরে জামায়াতে ইসলামীর ১০ দলীয় সমন্বয় কমিটি গঠন

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ২৫ জানুয়ারি ২০২৬

মণিরামপুর (যশোর) প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করেছে। রোববার দুপুরে মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর স্থায়ী কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি গঠন করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা আমির ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যশোর জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ, যশোর জেলা এনসিপির সংগঠক আব্দুল আহাদ, সমন্বয়কারী নুরুজ্জামান, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, সহসভাপতি রমিজ উদ্দীন, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, মুফতি ইহসানুল বারী, খেলাফত মজলিসের মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা তবিবুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উবাইদুল্লাহ, জেলা এনসিপি সংগঠক ইমন বিশ্বাস, উপজেলা এনসিপি সংগঠক শহিদুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এছাড়াও খেলাফত মজলিসের আব্দুর রহমান, মিজানুর রহমান, আবু তাহের, হাবিবুর রহমান এবং ইসলামী ছাত্র শিবিরের মণিরামপুর উপজেলা সভাপতি নাহিদ ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সভায় ৬ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটিতে আছে সমন্বয়ক পদে সহকারী অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। যুগ্ম সমন্বয়ক, মাওলানা আব্দুল করিম উপজেলা সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা তবিবুর রহমান, উপজেলা সভাপতি, খেলাফত মজলিস। মো. শহিদুল ইসলাম, সংগঠক, এনসিপি। মোঃ আহাদ হোসাইন, সংগঠক, এনসিপি। সদস্য, মুফতি ইহসানুল বারী, সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস, মণিরামপুর শাখা। সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।