কেশবপুর(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে সহায়তার দিতে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের তত্ত্বাবধানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজা মন্ডপ পাহারা দিযে চলেছেন। এ লক্ষ্যে গত ১ অক্টোবর কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভাসহ উপজেলার ৯২টি পূজা মন্ডপ পাহারা দিতে ৯২টি কমিটি কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস বলেন, এ বছর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ১২টি, মজিদপুর ইউনিয়নে ৫টি, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৪টি, মঙ্গলকোট ইউনিয়নে ৫টি, সদর ইউনিয়নে ৭টি, পাঁজিয়া ইউনিয়নে ৯টি, সুফলাকাঠি ইউনিয়নে ১১টি, গৌরিঘোনা ইউনিয়নে ১১টি, সাতবাড়িয়া ইউনিয়নে ১২টি ও হাসানপুর ইউনিয়নে ৮টি পূজা মন্ডপ রয়েছে। এসব পূজা মন্ডপ পাহারা দিতে গত ১অক্টোবর উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সমন্বয়ে প্রতি পূজা মন্ডপের জন্য একটি করে কমিটি গঠন করা হয়। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস জানান, পৌর এলাকার ৭টি পূজা মন্ডপ পাহারা দিতে পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে ৭টি কমিটি গঠন করা হয়েছে। তারা সব সময় ওই পূজা মন্ডপগুলো পাহারা দিয়ে যাচ্ছেন।কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, এ বছর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৯২ টি পূজা মন্ডপ রয়েছে। নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সহায়তা দিতে গত ১অক্টোবর ইউনিয়ন ও ওয়াার্ড বিএনপির সমন্বয়ে প্রতি পূজা মন্ডপের জন্য একটি করে কমিটি গঠন করা হয়। তারা সার্বক্ষণিক নিজ নিজ দাযয়িত্বে পূজা মন্ডপ পাহারা দিয়ে চলেছেন।