1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দৌলতখানে প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন

  • প্রকাশের সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার সংবাদটি পাঠিত
দৌলতখানে প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন

দৌলতখান(ভোলা)প্রতিনিধি

ভোলার দৌলতখানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন নোমান ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল হাই মিঝি। গত মঙ্গলবার দৌলতখান উত্তর বাজার সোনালি ব্যাংক ভবনের তৃতীয় তলায় সভা কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষকদের উপস্থিতিতে একমিটি গঠন করা হয়। উপজেলা শিক্ষক সমিতির অপর সদস্যরা হচ্ছেন সহসভাপতি পদে মো. নূরে আলম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ। প্রাথমিক শিক্ষক নেতা মোস্তফা ফারুক সাংবাদিকদের জানান, সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা – ২ দৌলতখান বোরহানউদ্দিন এলাকার সাবেক এমপি আলহাজ¦ হাফিজ ইব্রাহিম। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি গোলাম কবির স্বপন, সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভ‚ইয়া, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক শাজাহান সাজু, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, দৌনিক খবর পত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন, নূর মিয়ার হাট বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার, বাংলাদেশ গ্র্যাজুয়েট শিক্ষক সমিতির সভাপতি আবদুল খালেক, প্রাথমিক উপজেলা শিক্ষা কমিটির সদস্য শহিদ উল্লাহ নয়ন, শিক্ষক নেতা আবদুল কাইয়ুম তুহিন, নাজিমউদ্দিন, আলামিন, দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা ফাহিম প্রমূখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত শিক্ষার মানোন্নয়ে সভায় সাবেক এমপি আলহাজ¦ হাফিজ ইব্রাহিম বলেন, প্রাথমিক শিক্ষকরা নিজেরা নিজেদের মতনই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করবেন। কমিটির মাধ্যমে যাতে সাধারণ শিক্ষকরা উপকৃত হয় এবং শিক্ষার মান উন্নয়নে স্বাধীন ভাবে কাজ করতে পারে সে বিষয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। হাফিজ ইব্রাহিম আরও বলেন, ভবিষ্যতে শিক্ষকরা কমিটি গঠনে আরও বড় পরিসরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠানের আয়োজন করবে। উপজেলার প্রাথমিক শিক্ষকদের একত্র করে সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সুন্দর কমিটি গঠন করা হবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক মোঃ মোস্তফা ফারুক। অভিনন্দন : উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গ্র্যাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল খালেক সহ উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION