1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কলমাকান্দায় ৪৯ টি পূজান্ডপে দুর্গাপূজা শুরু

  • প্রকাশের সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার সংবাদটি পাঠিত
কলমাকান্দায় ৪৯ টি পূজান্ডপে দুর্গাপূজা শুরু

কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি

কলমাকান্দায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘে উদযাপনের লক্ষ্যে ৮টি ইউনিয়নের প্রতিটি মপে নিরাপত্তা ও সহায়তার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর কলমাকান্দা উপজেলায় ৪৯টি মপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর পূজা ঘিরে কারিগররা শৈল্পিক ভাবনায় প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। সবকটি মন্ডপে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট ও প্যান্ডেল। প্রত্যেকটি পূজামÐপের প্রতিমা রঙ করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অপর দিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ছয় শতাধিক নেতাকর্মীর নাম সংবলিত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের। গতকাল বুধবার থেকে প্রতি মÐপে ১২ নেতাকর্মী নিরাপত্তা সহায়তায় থাকবেন। এ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন হিন্দু স¤প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। এ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় মÐপে মÐপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক কমিটি। থেকে প্রতি মÐপে ১২ নেতাকর্মী নিরাপত্তা সহায়তায় থাকবেন। এ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন হিন্দু স¤প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। এ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় মÐপে মÐপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক কমিটি। এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে এ আয়োজনের। জগতের মঙ্গল কামনায় দেবীদুর্গা এবার দোলায় চড়ে মর্ত্যলোকে আসবেন। বিদায় নেবেন গজে চড়ে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. শহিদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত ওসি –জানান, উপজেলার সব পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION