1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বিদ্যুৎ অফিসের মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা

  • প্রকাশের সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫ বার সংবাদটি পাঠিত
বিদ্যুৎ অফিসের মোবাইল কোর্ট পরিচালনা, ২ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ সরবরাহ অফিসের মোবিাইুল কোর্ট পরিচালনায় দুইজনকে জরিমানা করেছে। আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ সুত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে কুমিল্লা বিদ্যুৎ অফিসের নর্বিাহী ম্যাজিষ্ট্রেট মো.শফিউল আজম আশুগঞ্জ শহরের শরিীয়তনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা শুরু করে।প্রথমে শরীয়তনগর এলাকার মকসুদ মিয়াকে বিদ্যুতের টেম্পারিংয়ের অভিযোগে চারলক্ষ চাব্বিশ হাজার টাকা জরিমানা করে।পরে একই এলাকার হেলাল মিয়াকে দশ হাজার টাকা জরিমানা করে।এ নিয়ে ঘটনাস্থলৈ ম্যাজিষ্ট্রেট শফিউল আজমের সাখে কথা বলতে গেলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি এবং ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মো.গিয়াস উদ্দিন এর সাথে ফোনে কথা বললে তিনি বলেন,এইগুলি নিউজ করার বিষয় না।এই কথা বলে তিনি ফোন কেটে দেন।পরর্তীতে আর ফোন ধরেননি।এই বিষয়ে শরীয়তনগর এলাকার মেম্বার মো.মোরাদ মিয়া অভিযোগ করেন, আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের লাইনম্যান মো.ফরিদের বিরোদ্ধে অনিয়মের অভিযোগ এনে বলেন, লাইনম্যান মো.ফরিদ মিয়া কয়েকদিন আগে মকসুদ মিয়াকে বিদ্যুতের লাইন বাইপাস করে দিয়ে যান এবং বলে যান মকসুদ মিয়াকে বলেন,কোন সমস্যা হলে আমি দেখব। আজ সেই ফরিদ মি,য়া ম্যাজিষ্ট্রেট এনে মকসুদকে চারলক্ষ চাব্বিশ হাজার টাকা জরিমানা করেন। আমরা জনগণ কোন সম্েয়ই ভাল চিলঅম না এখনও নাই।আমি জনগণের নিবার্চিত প্রতিনিধি হিসাবে এর সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION