1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ইসরায়েলের ভিত নাড়িয়ে দেওয়া হামাসের হামলার বছরপূর্তি

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪ বার সংবাদটি পাঠিত
ইসরায়েলের ভিত নাড়িয়ে দেওয়া হামাসের হামলার বছরপূর্তি

কণ্ঠ ডেস্ক :

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকস্মিক হামলা চালিয়ে এক হাজার ২০০’র বেশি লোককে হত্যা করে ও আড়াইশ লোককে অপহরণ করে। গতকাল সোমবার সেই হামলার একবছর পূর্তিতে দিনটিকে বিশেষভাবে স্মরণ করছে ইসরায়েলের নাগরিকসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার চিত্র তুলে ধরে যুদ্ধবিরতির আহব্বান জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিশ্ববাসী। খবর এএফপির। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি মিলিশিয়াদের হামলার এক বছর পূর্তিতে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং বিশ্বের বড় বড় শহরে আয়োজন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। ইসরায়েলের ভিত নাড়িয়ে দেওয়া এই হামলার পর থেকে গাজা উপত্যকায় যে যুদ্ধ শুরু হয় তা অবসানের দাবি জানিয়েও বিক্ষোভ করেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ গতকাল সোমবার সকাল ৬টা ২৯ মিনিটে কিব্বুটজ রেইম এলাকায় নিরবতা পালনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। ৭ অক্টোবরের ওই হামলায় সেখানে ৩৭০ জনকে হত্যা করা হয়েছিল। বিশ্বজুড়ে বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত লোকজনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের প্রতিও তাদের সমর্থন প্রকাশ করেন। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে প্রায় ৪২ হাজার লোকের প্রাণহানির প্রতিবাদ জানায় তারা। এদিকে তেলআবিবে ভোরের আলো ফোটার আগেই পণবন্দিদের মুক্তির দাবি নিয়ে ব্যানার ও প্লেকার্ড নিয়ে রাস্তায় নেমে আসেন তাদের স্বজনেরা। ৭ অক্টোবরের হামলায় হামাস ২৫১ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায় যার মধ্যে এখনো ৯৭ জন তাদের হাতে বন্দি রয়েছে বলে মনে করা হয়। এর মধ্যে গত বছরের নভেম্বরের শেষ দিকে ১০৫ জন পণবন্দিকে ২৪০ জন কারারুদ্ধ ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছিল।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION