আন্তর্জাতিক ডেস্ক
পহেলাগামে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা (পিআইএ) স্কার্দু ও গিলগিটগামী দশটি নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইটের সময়সূচি থেকে জানা গেছে, করাচি ও লাহোর থেকে স্কার্দুগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামাবাদ থেকে স্কার্দুগামী আরও দুটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। এদিকে ইসলামাবাদ-গিলগিট রুটে চারটি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ইসলামাবাদ থেকে একটি বেসরকারি বিমান সংস্থার স্কার্দুগামী দুটি ফ্লাইটও অনিশ্চিত। বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ বিষয়ে গতকাল বুধবার সকালে তিনি বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে, যদিও এ বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। পহেলগামে হামলার পর থেকেই একে অপরের ওপর পাল্টাপাল্টি দোষারোপের কারণে দুপক্ষের মধ্যে সা¤প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।
সূত্র: জিও নিউজ