1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ট্রাম্পের শুল্কের চাপে কারখানা সরানোর পরিকল্পনা স্যামসাংয়ের

  • প্রকাশের সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১ বার সংবাদটি পাঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির জেরে কিছু পণ্যের উৎপাদনস্থান সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং ইলেকট্রনিকস। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নীতির কারণে চীনে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্টটি। গতকাল বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে তাদের চিপ তৈরির বিভাগের মুনাফা আগের প্রান্তিকের তুলনায় ৬২ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১দশমিক ১ ট্রিলিয়ন ওন (প্রায় ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার)। একই সময়ে রাজস্ব ১৭ শতাংশ কমে দাঁড়ায় ২৫ দশমিক ১ ট্রিলিয়ন ওনে। মেমোরি চিপ বা মেমোরি ব্যবসা নিয়ে স্যামসাং বলেছে, উচ্চ ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) চিপের রপ্তানিতে নিয়ন্ত্রণ এবং বাজারে উন্নত এইচবিএম৩ই চিপের অপেক্ষায় চাহিদা কমে যাওয়ায় তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। চীন এখনো স্যামসাংয়ের বৃহত্তম বাজার, যেখানে গত বছর কোম্পানিটির এক-তৃতীয়াংশের মতো আয় হয়েছে। একইসঙ্গে, ট্রাম্প প্রশাসনের ২৫ শতাংশ ‘পাল্টা’ শুল্কের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শুল্ক থেকে অব্যাহতির বিষয়ে আলোচনা চলছে। সাময়িকভাবে এই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে স্যামসাংয়ের প্রধান অর্থ কর্মকর্তা পার্ক সুন-চিওল জানিয়েছেন, ভিজ্যুয়াল ডিসপ্লে ও ডিজিটাল অ্যাপ্লায়েন্স ইউনিটের কিছু উৎপাদন পুনর্বিন্যাসের কথা ভাবা হচ্ছে, যাতে বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্ক ব্যবহার করে শুল্কের প্রভাব কমানো যায়। যদিও তারা নির্দিষ্ট করে বলেনি কোথায় উৎপাদন সরানো হতে পারে, তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য অধিকাংশ টিভি মেক্সিকোতে তৈরি হয়। এছাড়া একটি টিভি ইউনিট ক্যালিফোর্নিয়াতেও রয়েছে। রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও ড্রায়ারসহ গৃহস্থালি যন্ত্রপাতি দক্ষিণ ক্যারোলিনা ও মেক্সিকোতে উৎপাদন হয়। তবে আশার দিক হলো, স্মার্টফোন ও টিভিসহ ভোক্তা ইলেকট্রনিকস বিভাগে (ডিভাইস এক্সপেরিয়েন্স ইউনিট) উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ইউনিটের মুনাফা এক প্রান্তিকে দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ ট্রিলিয়ন ওন এবং রাজস্ব ২৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫১ দশমিক ৭ ট্রিলিয়ন ওনে। স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন এবং এর সঙ্গে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (গ্যালাক্সি এআই) ফিচার বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সব মিলিয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্যামসাংয়ের মোট মুনাফা ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ ট্রিলিয়ন ওন এবং রাজস্ব ১০ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৭৯ দশমিক ১ ট্রিলিয়ন ওন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION