1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে বদলী কার্যকর করতে মিছিল

  • প্রকাশের সময় রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৫ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টার

প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) শরিফুল ইসলামের বদলি কার্যকরের দাবিতে কলেজ ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর পলিটেকনিকের শিক্ষার্থীরা।শনিবার সকালে একর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবী, গত ২২ আগষ্ট শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগের দায়ে চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) শরিফুল ইসলাম পদত্যাগ করেন। পরে অধিদপ্তর ও প্রশাসন বরাবর স্মারকলিপি দিলেও এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্টরা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ।একারণে শরিফুল ইসলাম আরও বেপরোয়া হয়ে পড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, স্বপদে বহাল থেকে অফিস কার্যক্রম করতে দৌড়ঝাপ শুরু করেছেন তিনি।বিভিন্ন মাধ্যম থেকে মুঠোফোনে ভয় ভীতি প্রদর্শন, স্থানীয় ও রাজনৈতিক নেতা কর্মীদের দিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়া, ভুয়া সমন্বয়ক পরিচয় দেখিয়ে মামলা-হামলার ভয় দেখান এই চীফ ইনস্ট্রাক্টর। স্মারক লিপিতে শিক্ষার্থীরা জানান, তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক কয়েকজন শিক্ষার্থীকে অফিস কার্যক্রম করবেন এমন অঙ্গীকার নামায় স্বাক্ষর করিয়ে নেন শরীফুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ফের রাজপথে নেমেছে। শিক্ষার্থীরা বলেন, এই চীফ ইনস্ট্রাক্টর দাবী করেন ‘অধিদপ্তরে আমার নিজের লোক আছে। আমাকে বদলি করানো এত সহজ না।’ সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যসস্থা গ্রহনের জন্য যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের মাধ্যমে সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, পরিচালক প্রসাশন, কারিগরি শিক্ষা অধিদপ্তর, পরিচালক আঞ্চলিক কার্যালয় খুলনা, জেলা প্রশাসক, যশোর বরাবর অনুলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION