কণ্ঠ ডেস্ক
লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর বৈরুতে বিমান হামলায় বাহিনীটির আরেক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। শনিবার এক বিমান হামলায় হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউক মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে গত রোববার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলি হামলায় ইরানের মদতপুষ্ট বাহিনীটির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার মারা গেছেন। দীর্ঘ সময় ধরে দলটির নেতৃত্বে থাকা হাসান নাসরাল্লাহ শুক্রবার মারা যান। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং বিভিন্ন দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
চীনের নিন্দা ও বিরোধিতা
হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় ‘লেবাননের সার্বভৌমত্ত¡ লঙ্ঘন করে ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে’ তাদের অবস্থান ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সব পক্ষকে বিশেষ করে ইসরায়েলকে সংঘাত বৃদ্ধি করে এমন কাজ থেকে বিরত থাকতে বলেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গভীরভাবে উদ্বিগ্ন।’ বিবৃতিতে ‘সব পক্ষ, বিশেষ করে ইসরায়েলকে পরিস্থিতি শান্ত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে’ আহব্বান জানিয়েছে চীন।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বৈঠকের আহব্বান ইরানের
নাসরাল্লাহর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহŸান জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা কাউন্সিলকে পাঠানো চিঠিতে লিখেছেন, ইসরায়েল ‘যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার ব্যবহার করে বৈরুতের আবাসিক এলাকায় সন্ত্রাসী আগ্রাসন চালানোর মতো স্পষ্ট কর্মকান্ড চালিয়েছে।’ নিরাপত্তা কাউন্সিল যাতে ‘ইসরায়েলের হামলা বন্ধে দ্রæত এবং দৃঢ় পদক্ষেপ নেয়’ সেই আহব্বান জানিয়েছেন তিনি। যদিও ১৫ সদস্যের কাউন্সিলের এ ধরনের বৈঠকের কখন হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এক হাজারের বেশি প্রাণহানি
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ‘অল্প কয়েক ঘণ্টার ব্যবধানে কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে’। আইডিএফ দাবি করেছে হিজবুল্লাহর অস্ত্র ও সামরিক স্থাপনা রয়েছে এমন ভবনগুলোতে তারা হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহেরও কম সময়ে ইসরায়েলের চালানো হামলায় দেশটিতে এক হাজার ত্রিশ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ১৫৬ নারী ও ৮৭ শিশু রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, হামলার কারণে দুই লাখ মানুষ লেবাননের ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন। ৫০ হাজারের বেশি মানুষ পার্শ্ববর্তী সিরিয়ায় পালিয়ে গেছেন।