বাঘারপাড়া উপজেলায় যশোর-৪ আসনের সাংসদ রনজিত কুমার রায়ের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
চলমান করোনা পরিস্থিতে তার নিজস্ব অর্থায়নে রোববার উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নে আড়াইশ কর্মহীন দরিদ্র পরিবারকে খাদ্য দেওয়া হয়েছে।
তার (রনজিত রায়ের) পক্ষে পিকআপে করে ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী।
খাবারের মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবলু সাহা, মাষ্টার এমদাদ হোসেন, সাংসদের ব্যক্তিগত সহকারী তপন বিশ্বাস প্রমুখ।
কর্মহীন মানুষদের উদ্দেশ্যে করে সাংসদরে ব্যক্তিগত সহকারী তপন বিশ্বাস বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। খাবারের অভাবে কেউ না খেয়ে থাকবে না। সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকুন। ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সাংসদ রনজিত কুমার রায়ের পক্ষে বাঘারপাড়ার জহুরপুর ও সদরের বসুন্দিয়া ইউনিয়নে চার শতাধিক পরিবারকে খাবার সহায়তা প্রদান করা হয়। বর্তমানে বাঘারপাড়া উপজেলায় খাদ্য বিতরণ কর্মসূচি চলছে। এর পরে অভয়নগর উপজেলাব্যাপী খাবার বিতরণ করা হবে।