1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাবেক এমপি ইয়াকুব আলীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক

যশোরের মণিরামপুরে ঘের থেকে মাছ লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীসহ পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। মনিরামপুর পৌরশহরের মোহনপুর গ্রামের মৃত এম এ রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান মামলাটি করেছেন মামলার অপর আসামিরা হলেন উপজেলার কাজিয়াড়া গ্রামের মৃত কলিম দফাদারের ছেলে আব্দুল হালিম, মৃত ইন্তাজ গাজীর ছেলে খলিলুর রহমান, মৃত আব্দুর রহমান গাজীর ছেলে ফসিয়ার রহমান ও মনিরুদ্দিন গাজীর ছেলে ফারুখ হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মণিরামপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। মনিরুজ্জামান মামলায় উল্লেখ করেছেন, তিনিসহ কাজিয়াড়া গ্রামের মৃত শাহাজান গাজীর ছেলে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম ২০১৭ সাল থেকে পেড়োলী বিলে ১৮ বিঘার একটি ঘের নির্মাণ করে সেখানে মৎস্য চাষ করে আসছেন। আসামিদের সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে গত ২ সেপ্টেম্বর সকালে আসামিরা তাদের ঘেরে জাল ফেলে মাছ লুট করতে থাকেন। তখন মনিরুজ্জামানসহ রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এ সময় আসামি এস এম ইয়াকুব আলীর হুকুমে অন্য আসামিরা তাদেরকে মারধর করেন এবং প্রায় ১২ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান। কিন্তু প্রতিবাদ কিংবা মামলা করার সাহস সেসময় তারা পাননি। পরিস্থিতি অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION