নিজস্ব প্রতিবেদক
কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় এমএম কলেজের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম এম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।এ সময় উপস্থিত ছিলেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, খন্দকার রুবাইয়াসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, প্রতিবেশী দেশে একজন চিকিৎসকের ওপর যে পাশবিকতা চালানো হয়েছে তা খুবই অমানবিক। এ থেকে বাংলাদেশের মানুষদের শিক্ষা নিতে হবে এবং সচেতন থাকতে হবে। এ সময় বাংলাদেশে গত ১৫ বছরে ধর্ষণ-যৌন নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার দাবি করা হয়।