নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে যশোরে শান্তি মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার (৪ আগস্ট) স্থানীয় সংসদ সদস্য কাজী রাবিল আহমেদের নেতৃত্বে শহরে এই শান্তি মিছিল বের করা হয়।মিছিল থেকে সন্ত্রাস ও জঙ্গিদের প্রতিরোধ করতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।সারাদেশের মতো যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলছে। তবে এই ছাত্র আন্দোলনের নামে সকাল থেকে যশোরে বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ অবস্থান নেন। প্রতিবাদে দুপুরের পরপরই রাজপথে নামেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।শুরুতে যশোর শহর ছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে বঙ্গবন্ধুর ম্যুরালে জড়ো হন।পরে সেখান থেকে স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশাল মিছিল বের হয়।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক হয়ে মনিহার গিয়ে শেষ হয়। মিছিল থেকে জামায়াত, বিএনপি ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা শ্রমিক লীগের সভাপতি জবেদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের দফতর সম্পাদক হাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজামান, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ প্রমুখ।