স্টাফ রিপোর্টার
যশোরে ইপিজেড প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার যশোর কালেক্টরেটের সনেট সভাকক্ষে ২৭ জন জমির মালিকের হাতে ২ কোটি ৪৪ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় ইপিজেড নির্মাণের জন্য প্রায় ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রায় ৫০০ জন জমির মালিকের মধ্যে মূল্য পরিশোধ কার্যক্রম চলছে।চেক বিতরণকালে জেলা প্রশাসক সতর্ক করে বলেন, “প্রতারণার ফাঁদে না পড়ে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। প্রকৃত মালিকরা নির্ধারিত মূল্যের চেক যথাসময়ে পাবেন।