1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২ বার সংবাদটি পাঠিত

নাসির খন্দকার

যশোরের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সি নাজমুল হোসেন।নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিকদার আনিসুর রহমান। এছাড়া শ্রেণি শিক্ষক আহসান হোসেনসহ অন্যান্য শিক্ষকরা সভায় বক্তব্য রাখেন।সভায় বিদ্যালয়ের সভাপতি সকল অভিভাবককে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও নৈতিকতা বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান করেন।সভায় সিদ্ধান্ত হয়, কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না এবং এ বিষয়ে সকল অভিভাবক সম্মতি প্রদান করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক জাকির হোসেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION