মেহেদী হাসান রাজু
কোটা বিরোধী আন্দোলনে দেশব্যাপী হামলা ও ৬ শিক্ষার্থী হত্যার ঘটনায় যশোরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেয়।
বুধবার সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়। এবপর তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান গ্রহণ করে। এখানে শিক্ষার্থীরা বক্তব্য শেষে মিছিলটি রেলগেটের দিকে চলে যায়।এসময় শিক্ষার্থীরা মিছিলে সরকারি চাকরিতে কোটা বিরোধী নানা শ্লোগান দেয় ও আন্দোলনে হামলাকারী শিক্ষার্থী হত্যাকারীদের অবিলম্বে আটক ও শান্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।