1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ইন্ধন দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩০ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ইন্ধন দিচ্ছে। তারা নির্বাচনে আসে না। বাইরে থেকে হইচই করে। তবে আন্দোলনকারীরা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। এ আন্দোলনে বিভিন্ন মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। তারা যেন আন্দোলন ছেড়ে ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়। গতকাল মঙ্গলবার বিকালে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আদালতের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কারও শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি না। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে গিয়ে তারা তাদের কথা বলুক। তিনি বলেন, শিক্ষার্থীদের অনেকেই অপরিপক্ব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা লেগে গিয়েছে শিক্ষার্থীদের মোটিভেট করার। সেটাও তিনি স্পষ্ট করে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত যারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে, তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে। এটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। সব কিছুই হতে পারে। আমরা মনে করি তারা আমাদের নতুন প্রজন্ম। এরা সঠিক পথে যাবে। এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে আছি। তারা যদি কোনো ধ্বংসাত্মক কাজে নেমেই আসে তখন আমাদের কাজটি আমরা করবো। আগেও বলেছি। জনগণের দুর্ভোগ যাতে না হয় সে ব্যবস্থা যাতে তারা করে। তারা দেশের ভবিষ্যৎ। তাদেরও দায়িত্ব আছে। আমাদের ছাত্ররা ভালো করেই জানে, ধ্বংসস্তূপ থেকে দেশকে তুলে এনেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কাজেই তারা বঙ্গবন্ধুকন্যাকে কটূক্তি করেনি। তারা শেখানো বুলিই বলেছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION