জি,এম ফারুক আলমঃ মণিরামপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান কামরুল বুধবার সকালে ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৭০ গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ প্রায় ২৫ হাজার টাকাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এদিন তাঁর নিজস্ব বাসভবন থেকে টাকাসহ জিনিসপত্র বিতরণ করেন। করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্থান করা তাঁর নিজ ওয়ার্ড মোহনপুর গ্রামের গরিব, দুঃস্থ ও অসহায় পরিবার ছাড়াও ভ্যানচালক, চায়ের দোকানদার, কুলি ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে গত এক সপ্তাহে নিজস্ব এবং সরকারি অর্থায়নে নগদ টাকাসহ ৪ কিস্তিতে প্রায় ৫ শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পৌর প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান কামরুল জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আক্রমণের মহামারী দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে আমাদের বাংলাদেশেও। যে প্রতিকূলতার মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়িতে অবস্থান করা খেটে খাওয়া গরিব, দুঃস্থ, অসহায় পরিবার ছাড়াও ভ্যানচালক, চায়ের দোকানদার, কুলি ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এমনকি তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশব্যাপী লকডাউনের পাশাপাশি দলের সকল নেতাকর্মীকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যারই অংশ হিসেবে আমার প্রিয় নেতা যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ঐকান্তিক প্রচেষ্টা এবং তারই উদ্দীপনায় নগদ টাকাসহ চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো বলেন, আমার মতো দেশের সকল এলাকার ব্যক্তিরা স্ব স্ব উদ্যোগে এভাবেই যদি মানুষের পাশে এসে দাড়াতো তাহলে দেশের এই সংকটাপন্ন মুহূর্তে কেউ না-খেয়ে অনাহারে থাকতো না।
মোহনপুর গ্রামের বাসিন্দা এবং চায়ের দোকানদার শাকিল আহমেদ জানায়, আমাদের মোহনপুর ওয়ার্ডে আমার মতো খেটে খাওয়া প্রতিটি অসহায় পরিবার কাউন্সিলর কামরুজ্জামান কামরুল ভাইয়ের নিকট থেকে যে পরিমাণ অর্থ এবং খাদ্য সামগ্রীর সহযোগীতা পাচ্ছে তা অন্যান্য উপজেলার মধ্যে শ্রেষ্ট। তিনি আরো বলেন, কাউন্সিলর কামরুজ্জামানের কাছে কোন দলমতের ভেদাভেদ নেই। সকল দলের লোকজনকে সাথে নিয়ে বর্তমান দূঃসময়ে তিনি অসহায় পরিবারের দেখভাল এবং জনসেবায় যেভাবে নিজেকে আত্মনিয়োজিত করে চলেছেন তাতে মোহনপুর গ্রামে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।
বুধবার খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, ছাত্রনেতা সাজ্জাত হোসেন, প্রমুখ।