স্টাফ রিপোর্টারঃ বুধবার যশোরের মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় যুবকরা। গ্রামের মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখতে নিজেরাই লকডাউনের ঘোষণা করেন তারা।গ্রাম ৬ টি প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে। একই সাথে গ্রামজুড়ে ছিটানো হয়েছে জীবাণুনাশক। প্রবেশ পথে রাখা হয়েছে হ্যান্ডস্যানিটাইজার। বাইরের এলাকার কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছেনা তাদের গ্রামে। আবার যৌক্তিক কারন ছাড়া কাউকে গ্রাম থেকে বের হতে দেওয়া হচ্ছেনা।তবে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী এ ব্যাপারে কিছুই জানেন না। মোহনপুর গ্রামের বাসিন্দা এক যুবক জানান, বাইরে থেকে অনেক লোকজন আমাদের গ্রামে এসে ঘুরাঘুরি করে। আজ সকালে (বুধবার) এ বিষয়ে স্থানীয় কমিশনার ও প্যনেল মেয়র কামরুজ্জমান কে জানানো হয়। তিনি বাইরের লোকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে বলেন। আমরা মোহনপুর গ্রামের সবকয়টি প্রবেশপথে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরের কাউকে আমাদেও গ্রামে ঢুকতে দেবনা। একই কথা বলেন তার সাথে থাকা অন্য যুবকেরা ।