স্টাফ রিপোর্টারঃযশোরে অবৈধভাবে মজুদের সময় চার হাজার কেজি (৮০ বস্তা) সরকারি চাল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামের দু’জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শানতলা এলাকার একটি গোডাউন থেকে এগুলো জব্দ করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানিয়েছে, অবৈধভাবে মজুদের পর এই চাল যশোরের বাঘারপাড়া উপজেলায় বিতরণের উদ্যোগ নিচ্ছিল শাওন ও হাসান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় জেলা প্রশাসন, গোয়েন্দা পুলিশ, কোতয়ালি পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। এসময় আটককৃতরা চালের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।আটক রাকিবুল হাসান শাওন ঘাতক দালাল নির্মূল কমিটির বাঘারাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা।