1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শিক্ষা ক্যাডারদের নেতৃত্বে মামুন-তানভীর-মোস্তাফিজ

  • প্রকাশের সময় বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৪ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মামুন উল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তানভীর হাসান। আর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন।নির্বাচন কমিশন সূত্র বলছে, বেসরকারি ফলে তারা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে খ প্যানেলের মামুন উল হক ৪ হাজার ৮২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ প্যানেলের অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৬০৭ ভোট।সাধারণ সম্পাদক পদে গ প্যানেলের তানভীর হাসান ৪ হাজার ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ প্যানেলের জিয়া আরেফিন আজাদ পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গ প্যানেলের সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন। তিনি ৪ হাজার ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ প্যানেলের মো. নাসির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৫৯ ভোট।বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। আশা করছি, আগামীকাল বুধবার সরকারি ফল ঘোষণা করতে পারব।এই নির্বাচনে তিনটি প্যানেল ও দুজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ক প্যানেলের নেতৃত্বে রয়েছেন রুহুল কাদির-হুমায়রা-কামাল। খ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মামুন-জিয়া-নাসির। আর গ প্যানেলে ছিলেন শাহেদ-তানভীর-মোস্তাফিজ।এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৩ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১ হাজার ৫০০ জন। এর আগে গত রোববার বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION