1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শ্যামনগরে বাঘ সংরক্ষণ গণসচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে সেমিনার

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩১ বার সংবাদটি পাঠিত
এম কামরুজ্জামান
“বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বাঘ সংরক্ষণ গণসচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলান এর আয়োজনে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় ১১ই জুন মঙ্গলবার সকাল ১১ টায় শ‍্যামনগর উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  ড. আবু নাসের মোহসিন হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ‍্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসিম মৃধা, রমজানগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, কদমতলা ষ্টেশন কর্মকর্তা আসাদুসজ্জামান, কৈখালি ইউপি প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, বুড়িগোয়ালিনি প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, নীলডুমুর বিজিবির প্রতিনিধি সুবেদার আরজুল, কৈখালি কোষ্টগার্ড প্রতিনিধি পেটি অফিসার রফিক উদ্দিন, সুন্দরবন সহ-ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম সহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ সহ সিপিজির সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে বাঘ সংরক্ষণে, বনের ভিতরে পশুপাখির আশ্রয়ের জন্যে কেল্লার সংখ্যা বাড়ানো হবে। মিষ্টি পানির উৎসের সংখ্যা বাড়ানো হবে। চোরা শিকারিদের নির্মূল করতে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION