আবু বকর
যশোরের সদর উপজেলা চত্বরে যশোর সদর উপজেলার কৃষি অধিদপ্তরের আয়োজনে ১১ জুন মঙ্গলবার সকাল দশটায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়।
বিষমুক্ত ও পুষ্টি সমৃদ্ধ সবজি উৎপাদনের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ ও সমৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ক্লাইমেট মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই) অংশ প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনের পর উপজেলা পরিষদের অভ্যন্তরে একটিে র্যালী প্রদক্ষিণ করে । এরপর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর সুশান্ত কুমার তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ। যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সমাজকর্মী ফারজানা আফরোজ।