1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মণিরামপুর ডাক্তার দেখাতে যেয়ে মারপিটের শিকার স্বামী ও স্ত্রী, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৯ বার সংবাদটি পাঠিত

কণ্ঠ ডেস্ক

যশোর মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামের শওকত গাজীর ছেলে ফারুক গাজী(৪৫) ও তার স্ত্রী সুমি বেগম (৩৪) গাবুখালী বাজারে ডাক্তার দেখাতে এসে মারপিটের শিক্ষার হয়ে গুরুতর আহত হয়ে হসপিটালের ভর্তি হয়েছেন । ফারুক গাজী ৫ জনকে আসামি করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তারা হলেন, গাবুখালি গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে বজলুর রহমান (৫০), নজরুল ইসলাম(৫৫), এবং নজরুল ইসলাম এর ছেলে হিল্লাল গাজী(৩৫), ও রোস্তম গাজীর ছেলে সাইফুল ইসলাম(৩২), আনছার আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক গাজীর সাথে আসামিদের জমি জমার সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল যা আদালতে বিচারধীন রয়েছে গাবুখালী বাজারে ১৬ তারিখ বৃহস্পতিবার রাত ৮টার সময় ফারুক গাজী ও তার স্ত্রী ডাক্তার দেখাতে আসলে বজলুর রহমানের নেতৃত্বে সঙ্গবদ্ধ হয়ে দেশি অস্ত্র বাঁশের লাঠি নিয়ে ৫/৭ জন ফারুক গাজীর উপর ঝাঁপিয়ে পডে ফারুক গাজী মাথায় গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী সুমি বেগম স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মধ্যযুগীয় কায়দায় বজলুর রহমান, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, তার পরনের কাপড় ছিডে ফেলে ছিলতা হানি করে এবং বজলুর ইসলাম মাথায় আঘাত করলে সুমি বেগম মাটিতে লুটিয়ে পরে সুমি বেগমের যা পলি বেগম এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এই বিষয়ে ফারুক গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন তার মাথায় আটটি সেলাই দিয়েছে এবং তার স্ত্রীকে বারোটি সেলাই দিয়েছে । আসামিরা তাদেরকে বাঁচতে দেবে না।এ বিষয়ে এ এসআই শ্যামল এর কাছে জানতে চাইলে তিনি বলেন থানায় অভিযোগ হয়েছে।বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION