যশোরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ৮ বালক পালিয়ে গেছে
গভীর রাতে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র ৮ বালক পালিয়ে গেছে। গত রোববার গভীর রাতে বন্দীদের আবাসিক ভবনের জানালা ভেঙে তারা পালিয়ে যায় বলে জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন।
পালিয়ে যাওয়া বালকরা হচ্ছে যশোরের হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম, বরিশালের মাইনুর রহমান শাকিব।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রোববার দিবাগত রাত দুইটা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের আট শিশু জানালা ভেঙে পালিয়ে গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।যশোর পুলিশ সুপার, মুহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, পালিয়ে যাওয়া শিশুদের মূল ভবনের পাশে গার্ড ভবনে কোয়ারেন্টাইনে ছিল। সেখানকার বাথরুমের জানালার গ্রিল ভেঙে তার বাইরে বের হয় এবং বৈদ্যুতিক লাইন ঠিক করার মই ব্যবহার করে পালিয়ে যায়। এর আগেও একাধিকবার পালানোর ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এর আগে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দি শিশুর ওপর নির্মম নির্যাতন চালান বলে অভিযোগ। এতে তিন শিশু নিহত হন এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় পাঁচ কর্মকর্তা ও সাত ‘বন্দি’ শিশুর বিরুদ্ধে মামলা হয়।
যশোরে র্যাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ
যশোরে র্যাব-৬ ক্যাম্পের আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার শহরের পাঁচটি স্থানে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার সরোয়ার হোসেন জানান, দেশে করোনা ভাইরাস সনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের বিকল্প নেই। মাস্ক ব্যবহারও বেড়েছে। আর এ করণে মাস্কের দাম বেড়ে গেছে। এজন্য দরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে র্যাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে।সোমবার যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, মণিহারসহ ৫টি স্থানে মাস্ক সরবরাহ করা হচ্ছ্।
তিনি সাধারণ মানুষের সতর্ক করে দিয়ে বলেন, প্রথমে আমরা মাস্ক সরবরাহ করছি। এরপর যারা মাস্ক ব্যবহার না করবে তাদেরকে জেল, জরিমানা করা হবে।
তিনজন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নির্বাচন ৯ ডিসেম্বর
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০ এর ঘোষিত তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর সোমবার বৈধ ১১টি মনোনয়নপত্রের মধ্যে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সভাপতি পদে গালিব হাসান পিল্টু ও মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক পদে এম আর খান মিলন ও নূর ইমাম বাবুল, সহ-সাধারণ সম্পাদক পদে আলী মোর্তজা সিদ্দিকী ও এম আর মোহনের চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। এছাড়া সহ-সভাপতি পদে ফিরোজ গাজীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এম এ মানিককে, কোষাধ্যক্ষ পতে একটি মাত্র মনোনয়নপত্র দাখিল করায় শামসুজ্জামান স্বজন কে এবং দপ্তর সম্পাদক পদে এহসান মিথুন মনোনয়নপত্র প্রত্যাহার করায় দাউদ হোসেনকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। নির্বাচন পরিচালনা কমিটির ওপর দুই সদস্য হচ্ছেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়। আগামী ৯ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পযন্ত সভাপতি, সাধারন সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচন অনুষ্টিত হবে।
যশোরে র্যাবের হাতে ২৫ বোতলফেনসিডিলসহ যুবক গ্রেফতার
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল রোববার রাতে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বারোপোতা গ্রামের বারোপোতা বাজারের উত্তর পাশের্^ গ্রামীম টাওয়ারের সামনে থেকে মজনু সরদার (৩২) নামে এক যুবককে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত মহিষাডাঙ্গা গ্রামের মৃত নূর হোসেন সরদারের ছেলে।র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে বলা হয়েছে,রোববার ৬ ডিসেম্বর রাত ৮ টার পর উক্ত স্থানে অভিযান চালিয়ে মজনু সরদারকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন।
যশোর উপশহর ই ব্লক থেকে দিন দুপুরে ইজিবাইক চুরির ঘটনায় থানায় অভিযোগ
উপশহর ই ব্লকস্থ ১৪৩ নং বাড়ির সামনে থেকে এক যুবকের ৭০ হাজার টাকা মূল্যের ইজিবাইক চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় সোমবার অভিযোগ দায়ের করেছে।
যশোর শহরতলী উপশহর ই ব্লক বাসা নং ১৪৩ মৃত ফজলুর রহমানের ছেলে শাহিনুজ্জামান সোমবার কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেছেন, তার একটি বোরাক ইজিবাইক গাড়ী হলুদ রং ৫ হামকো ব্যাটারী যুক্ত ও ৩ চাকা বিশিষ্ট। তিনি উক্ত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ৬ ডিসেম্বর রোববার দুপুর আড়াইটার সময় উক্ত ইজিবাইক শহর থেকে চালিয়ে দুপুরের খাওয়ার জন্য বাড়িতে যান। ইজিবাইকটি বাড়ির সামনে রেখে ঘরের ভিতর যাই। দুপুরে খাওয়া দাওয়া করে ২ টা ৫০ মিনিটে বাড়ির বাইরে বের হয়ে দেখে ইজিবাইকটি নাই। সংঘবদ্ধ চোরেরা দুপুরের খাওয়ার সুযোগে বাড়ির সামনে রাখা ইজিবাইক নিয়ে সটকে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজা খুজির এক পর্যায় কোথাও না পেয়ে সোমবার দুপুরে কোতয়ালি মডেল থানায় কর্মরত ডিউটি অফিসার এসআই শারমিনের কাছে শাহিনুজ্জামান ইজিবাইক চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। উক্ত এসআই অভিযোগ তদন্তর জন্য উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেকের উপর দেওয়া হবে বলে শাহিনুজ্জামানকে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি হওয়া ইজিবাইক উদ্ধার হয়নি।#
আওয়ামী তরুণ লীগের যশোর সদরে ৫নং উপশহর ইউনিয়ান শাখা কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের যশোর সদর ৫নং উপশহর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা সোমবার ৭ ডিসেম্বর বিকালে যশোর উপশহরের বি ব্লক আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷ এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ লীগ ৫ং উপশহর শাখার সভাপতি ইয়াসির আরাফাত স্বদীপ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য যশোর জেলা আওয়ামী লীগ ও ৫নং উপশহর ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আসাদুল হক আসাদ প্রেসিডিয়াম সদস্য আওয়ামী তরুণলীগ কেন্দ্রীয় কমিটি ও সভাপতি যশোর জেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও শহর শাখার আহব্বায়ক আব্দার রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যশোর কমান্ডের কমান্ডার গোলাম মোস্তফা বাবু, উপদেষ্টা ও সাবেক সহ সভাপতি যশোর শহর আওয়ামী লীগ গোলাম মোস্তফা কাজল, সদস্য যশোর জেলা যুবলীগ সৈয়দ মুনসুর আলম,ইউপি সদস্য হাসান জহির,যুবলীগ নেতা মাসুদ সহ জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড, শাখার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। সভার শেষে ৫নং উপশহর ইউনিয়ান কমিটির সভাপতি ইয়াসির আরাফাত স্বদীপ সাধারণ সম্পাদক আইনুল হক রহিত সহ অন্যান্ন্যের মধ্যে যারা কমিটিতে আছে তারা হলেন সহসভাপতি সাকিল আহম্মেদ,শেখ স্বজীব,পল্লব,হযরত আলী পাপ্পু,ইয়াছিন আব্দুল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক দ্বিদার হোসেন,আলভী,সাংগঠনিক সম্পাদক কবির,সহ সাংগঠনিক সম্পাদক শাওন হাওলাদার,দপ্তর সম্পাদক রাতুল,উপদপ্তর সম্পাদক মৃৃৃৃদুল ইসলাম পলক,প্রচার সম্পাদক আরাফাত ইসলাম ফারদিন,উপপ্রচার সম্পাদক কাজী আমির হামজা,সাংস্কৃৃৃতিক বিষায়ক সম্পাদক রাহিদ হাসান, উপসাংস্কৃৃৃৃতিক বিষায়ক সম্পাদক অংকণ, ক্রীয়া বিষায়ক সম্পাদক নাজমুল হাসান দিপু,উপক্রীয়া সম্পাদক জীবন হোসেন,আপ্যায়ন বিষায়ক সম্পাদক ইয়াসিন হোসেন সুজন,উপ আপ্যায়ন বিষায়ক সম্পাদক রাহাদ,সমাজ সেবা বিষায়ক সম্পাদক আশিকুর ইসলাম,উপ সমাজ সেবা সম্পাদক মাসুদ রানা, গ্রহন্থ ও প্রকাশমা সম্পাদক মমিনুর রহমান,উপ গ্রহন্থ ও প্রকাশনা সম্পাদক নাহিদ,স্কুল বিষায়ক সম্পাদক সাব্বির হোসেন হাহুল,উপ স্কুল বিষায়ক সম্পাদক মিকাইল৷ এছাড়া সদস্য হিসাবে রয়েছে সাদ্দাম হোসেন,ওপন,মাসুদ,সানি,হযরত,মিন হাজ আবেদিন,রাইসুল ইসলাম,খালিদ হাসান,রয়েল ইসলাম,রেজাউল ইসলাম,রিদয় হোসেন,সুজন,রাহাদ,রাতুল,অরন্য,জুবায়েদ হোসেন,হেলাল,তৌসিন আকশি,ফরহাদ হাসান পল্লব,মামুন হোসেন রুদ্র প্রমুখ দের নাম ঘোষনা করা হয়।