1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

‘টাকা তো বড় কথা না, বাঁইচা ফিরা আইছি হেইডাই কথা’

  • প্রকাশের সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার সংবাদটি পাঠিত
‘টাকা তো বড় কথা না, বাঁইচা ফিরা আইছি হেইডাই কথা’

মানিকগঞ্জ প্রতিনিধি

‘বিনাসুদে ১ লাখ থেকে কোটি টাকা ঋণ দিবো কইয়া ঢাকায় নিয়া গেছে। আমরা কি জানি ওইহানে আন্দোলন হইবো। বাস থাইক্যা নামতেও পারি নাই, ওই হানে (শাহবাগে) যাওয়ার পরই দেখি মারামারি হইতাছে। কয়জন ছাত্র আমাগো বাসে উইঠা কয়জনরে লাঠি দিয়া বারি দিছে, অনেকে মাইরও খাইছে। টাকা তো বড় কথা না বাঁইচা ফিরা আইছি হেইডাই কথা।’সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বেগম জরিনা কলেজ এলাকায় দবির হোসেনের বাসার সামনে কথাগুলো বলছিলেন সদর উপজেলার মালঞ্চ গ্রামের রোকসানা আক্তার। তিনিও বিনাসুদে ঋণ পাওয়ার আশায় শাহবাগে গিয়েছিলেন। ঢাকায় লোকজন জমায়েত করার অভিযোগে ওই কলেজের সামনে থেকে প্রতারক দবির হোসেন, দবিরের স্ত্রী চামিলী আক্তার ও হাসিনা আক্তারকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও সিংগাইর থেকে জহুরা বেগম ও দেলোয়ার হোসেন নামে আরও দুইজনকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনা সুদে লাখ টাকা থেকে কোটি টাকার ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশের মতো মানিকগঞ্জ থেকেও আজকে সকাল ৬টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব লোকজন জরিনা কলেজের পাশে দবিরের বাসার সামনে জড়ো হন। পরে দবির ও হাসিনা আক্তার আগত মানুষদের সাতটি বাসে করে ঢাকার শাহবাগের উদ্দেশ্য রওনা হন। শাহবাগ যাওয়ার পরে পরিস্থিতি খারাপ দেখে ওই বাসে করেই মানিকগঞ্জ ফিরে আসেন তারা। এরপরই দবির হোসেনের বাড়ি ঘেরাও করে এসব সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণ করে। ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে ঢাকার শাহাবাগে অবস্থান কর্মসূচি পালনের জন্য লোকজন জমায়েতের অভিযোগে তাদের আটক করে পুলিশ।এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারক দবিরকে ঘেরাও করে আটকে রাখেন এবং তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চান। পরিবেশ উত্তপ্ত হলে যৌথবাহিনীর সদস্যরা প্রতারক দবির ও হাসিনাকে আটক করে নিয়ে যান। বিক্ষুব্ধ সাধারণ মানুষ দবিরের শাস্তির দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নেন।ভুক্তভোগী নাজমা বেগম বলেন, ড. ইউনূসের একটা সমাবেশ আছে ঢাকায়। সমাবেশ শেষে নিরীহ সাধারণ মানুষকে সুদমুক্ত ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে। এই বিষয়টা দবির, হাসিনা ও তার স্ত্রী চামিলী আমাদের জানালে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দবিরের অফিসে এসে দিয়ে যাই। এ সময় আমাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হয়। আজ সকালে জরিনা কলেজ থেকে ছয়টি বাসে আনুমানিক চার শতাধিক নারী-পুরুষ সমাবেশের উদ্দেশ্যে রওনা হই। দবির এলাকার লোক, তাকে আমরা আগে থেকেই চিনি। এজন্য তার কথায় আমরা প্রলুব্ধ হয়েছি।খাদিজা বেগম, লতা সাহা, বিলকিস বেগম, আলো আক্তার নামের ভুক্তভোগীরা বলেন, গাড়ি থেকে ঢাকার শাহবাগে নামার পর স্থানীয় লোকজন আমাদের মারধর করেন। পুলিশ আমাদের গাড়িগুলো ফিরিয়ে দেয়, আমরা মানিকগঞ্জে ফিরে আসি। আমরা টাকা ফেরত পাইনি। দবিরসহ সবার সুষ্ঠু বিচার দাবি চাই। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আমানুল্লাহ বলেন, প্রতারক দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION