শার্শা প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শার্শার নাভারনে আওয়ামীলীগও যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ”লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ¦ সালেহ আহম্মেদ মিন্টু,শার্শা সদর ইউনিয়ানের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনএবং যুবলীগ নেতা আমিনুর রহমান,সেলিম রেজা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের পরিচালনায় এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাকির হোসেন,আবু বকর সিদ্দিক বনি ,জাহাঙ্গীর আলম আজাদ। প্রধান অতিথি বলেন সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের, ভাস্কর্য স্থাপন নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহূত বিতর্কের সৃষ্টি করছে। স্বাধীনতা ৫০ বছর পরও স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের আস্ফালন দিনে দিনে বেড়ে চলেছে। আসাম্প্রদায়িক বাংলাদেশে কোন ভাবে সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না আসলে মৌলবাদীদের টার্গেট ভাস্কর্য নাই, তাদের আসল টার্গেট বঙ্গবন্ধুর আসাম্প্রদায়িক বাংলাদেশের ঐতিহ্য , এই ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়ীত্ব। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে যারা জরিত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির দাবী ও তীব্রনিন্দা জানান ।