শাহাদাত হোসেন: কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক বলেন উপকূল ও সুন্দরবন সুরক্ষায় কোস্ট গার্ড সদস্যরা সব সময় তৎপর রয়েছে। এই তৎপরতা আরও বৃদ্ধি করা হবে উল্লেখ করে তিনি বলেন নদী সাগর ও বনভূমিতে কর্মরত জেলে বাওয়ালিদের জীবন জীবিকা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। মুজিববর্ষ উপলক্ষে কোস্টগার্ড মহা পরিচালক বুধবার সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালিতে জেলে বাওয়ালিদের মাঝে শীত বস্ত্র এবং লাইফ জ্যােকট, রেডিও টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী বিতরনকালে এ কথা বলেন। তিনি আরও বলেন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড সদস্যরা বিরামহীনভাবে অভিযান পরিচালনা করছে। এছাড়া জেলে বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতকরনে কোস্টগার্ড তৎপর রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন লে. কমান্ডার বিএন হামিদুল ইসলাম এবং শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমূখ।