1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

এসএসসি’র ৭৫ জেএসসি’র ২৫ ভাগ নিয়ে এইচএসসি’র ফল

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার সংবাদটি পাঠিত

শিক্ষা কণ্ঠঃ এসএসসি’র ৭৫ ভাগ আর জেএসসি’র ফলাফলের ২৫ ভাগ নিয়ে মূল্যায়ন করে এইচএসসি’র ফল তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই এইচএসসি’র ফলাফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে এসএসসি’র ফলাফলকে ৭৫ আর জেএসসি’র ফলাফলকে ২৫ ভাগ হিসাব করে এ ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসি’র ফলের গড় অনুযায়ী এইচএসসি’র ফল নির্ধারণ করা হবে।

১ এপ্রিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যাতে অংশ নেয়ার কথা ছিল প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর।

কিন্তু দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ায় ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষাও আটকে যায়। আটকে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা চিরাচরিত নিয়মে না নিয়ে এসব শিক্ষার্থীর অষ্টম শ্রেণির সমাপনী এবং এসএসসি’র ফলাফলের গড় করে এইচএসসি’র ফল নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেয় সরকার।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION