1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

“শহর”

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫০৭ বার সংবাদটি পাঠিত

এ শহর আজ অন্ধ,
অনেক বাধ্যবাধকতায় আবদ্ধ।

চিরচেনা শহর আজ বড্ড অচেনা,
পুরানো সেই সৌন্দর্যে এই শহর আর সাজেনা।

এ শহরে বহে না আর
সেই শান্তির বাতাস,
মানুষ লুকিয়ে ফেলে কষ্ট, নিয়ে এক দীর্ঘশ্বাস।

শহরে আছে আজ
নতুনত্ব খুব,
এতকিছুর পরেও কেন এ শহর নিশ্চুপ?

এ শহরে ভালোবাসা ফুরিয়ে গেছে
ভালোবাসা আজ পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।

চারিদিকে শুধু চিৎকার বেঁচে থাকার আর্তনাদ,
এ শহরে আজ বিদ্যমান, মুখোশধারী ভালো মানুষের ফাঁদ।

শহরের উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁকে এক ফালি আকাশ দেখা যাই,
কিন্তু চাঁদের আলো এসে জানালায় পড়বার উপায় নাই।

কাশবনের স্নিগ্ধতা আর কাশফুলের শুভ্রতা আজ আর নাই,
সবুজ প্রান্তরে দাঁড়িয়ে নীল অকাশ দেখবার গল্প টাও আর নেই।

মানুষ ভুলে গেছে আজ আকাশ, বাতাস, প্রকৃতির সৌন্দর্যের টান,
থেমে গেছে সেই চেনা ‌সুরে গাওয়া এ শহরের গান।

প্রতিদিন হচ্ছে এ শহরের বুকে হাজারো স্বপ্নভঙ্গ,
তবে কি শহর?নাকি আমরা এ শহরে বসবাসের অযোগ্য?

নাম: নাহিদ হাসান অভি

বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান: ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।
বর্তমান ঠিকানা: ঢাকা, মিরপুর।
স্থায়ী ঠিকানা: মনিরামপুর, যশোর।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION