1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

পিবিআইয়ের হাতে রেহেনা হত্যাকান্ডের প্রধান আসামী নয়ন গ্রেফতার যশোরে

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৯ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টারঃপুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোর ইউনিটের একটি চৌকস দল সোমবার দুপুরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নহাটা বাজার এলাকা থেকে নয়ন বিশ^াস (২৫) নামে যুবককে গ্রেফতার করেছে। সে নড়ইল জেলার সদর উপজেলার সিঙ্গীয়া গ্রামের আবুল কালাম বিশ^াসের ছেলে। তার বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া উপজেলার রেহেনার হত্যা কান্ডের অভিযোগ রয়েছে।
পিবিআই অফিস সূত্রে জানাগেছে,যশোর জেলার বাঘারপাড়া থানার মামলা নং-০৯, তারিখ-২১-০৩-২০২০ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর ভিকটিম রেহেনা ইং ২১-০৩-২০২০ তারিখ নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হয়। নিহত রেহেনার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা করলে যশোর পিবিআই মামলাটি স্ব-উদ্যোগে গ্রহন করে তদন্তকার্য শুরু করে। তদন্তের একপর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আব্দুস সালাম, পিবিআই, যশোর গত ইং ২৮-০৭-২০২০ তারিখ উক্ত হত্যাকান্ডের সহিত জড়িত অভিযুক্ত মিন্টু মোল্লাকে গ্রেফতার করলেও হত্যাকান্ডের মূলহোতা অভিযুক্ত নয়ন পলাতক ছিল। অভিযুক্ত মিন্টুকে গ্রেফতারকালে তার নিকট থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত ভ্যান উদ্ধার করা হয়। গত ইং ১৬/১১/২০২০ তারিখ বেলা ১৪.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্ত মোঃ নয়ন বিশ^াস(২৫), পিতা-মোঃ আবুল কালাম বিশ^াস, সাং-সিংগীয়া, থানা ও জেলাঃ নড়াইলকে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন নহাটা বাজার এলাকা হতে গ্রেফতার করেন। অভিযুক্ত নয়ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ভিকটিম রেহেনার সাথে অভিযুক্ত নয়নের দীর্ঘদিনের প্রেম ও অনৈতিক সম্পর্ক ছিল। অভিযুক্ত নয়ন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ভিকটিম রেহেনার নিকট থেকে টাকা পয়সা নিয়ে মালয়েশিয়ায় যায়। একপর্যায়ে অভিযুক্ত নয়ন মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসলে ভিকটিম রেহেনা তাকে বিবাহ করতে বলে কিন্তু নয়ন ভিকটিমকে বিবাহ করতে অস্বীকার করে। ভিকটিম রেহেনা বিবাহের জন্য নয়নের উপর চাপ সৃষ্টি করে। অভিযুক্ত নয়ন ভিকটিম রেহেনাকে বিবাহ করবে না বলে সে রেহেনাকে হত্যার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইং ২০/০৩/২০২০ তারিখ অভিযুক্ত নয়ন তার ফুফাতো ভাই মিন্টুর ইঞ্জিন চালিত ভ্যানযোগে মিন্টু এবং নয়নের মামা ইমাদুল সহ তিন জন একত্রে নড়াইল থানার সিংগীয়া গ্রাম হতে রওনা হয়ে মাগুরা আড়পাড়া বাসষ্ট্যান্ডে আসে। ঐ’দিনই সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় অভিযুক্ত নয়নসহ অন্যান্য অভিযুক্তরা আড়পাড়া বাসষ্ট্যান্ডে থেকে ঢাকা থেকে আগত ভিকটিম রেহেনাকে ভ্যানে তুলে রাত অনুঃ ০৮.৩০ ঘটিকায় ঘটনাস্থল বাঘারপাড়া থানাধীন আরজি বল্লামুখ গ্রামস্থ বালিয়াডাঙ্গা বামনহাটি কাঁচা রাস্তা সংলগ্ন জনৈক মোহর সরদার এর পতিত জমির দক্ষিণ-পশ্চিম কোনে নিয়ে জোর পূর্বক ভ্যান থেকে নামিয়ে অভিযুক্ত নয়ন ভিকটিম রেহেনার গলা চেপে ধরে এবং তার কাছে থাকা ধারালো ছুরি দ্বারা জবাই করে হত্যা করে মর্মে স্বীকার করে। অভিযুক্ত নয়নকে অদ্য ১৭-১১-২০২০ তারিখ জনাব মোঃ সাইফুদ্দীন হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত কোতয়ালী, যশোর আদালতে সোপর্দ করলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION