আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
বেহাল দশা ও ফিটনেস বাদেই চলছে মণিরামপুর উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন এ্যাম্বুলেন্সটি। বহুল আলোচিত এই এ্যাম্বুলেন্সটি নিয়মিত বিভিন্ন রুটে রোগি বহন করে চলেছে। ফিটনেস বিহিন এই এ্যাম্বুলেন্সে যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। এ্যাম্বুলেন্সটি অনেক দিন অচল অবস্থায় পড়ে থাকার পর কোনোরকম ঠিকঠাক করে রাস্তায় নামানো হয়। উল্লেখ্য স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী একটি নতুন এম্বুলেন্স এই হাসপাতালের জন্য পুরস্কার স্বরূপ দেন। নতুন এ্যাম্বুলেন্সের জন্য একজন অভিজ্ঞ চালকও রয়েছেন। নতুন এ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কেন এই ফিটনেস বিহীন এ্যাম্বুলেন্সটি চালানো হচ্ছে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায় বহুল আলোচিত ওই এ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। মণিরামপুর হাসপাতাল থেকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পর্যন্ত সরকারি ভাড়া নির্ধারিত ৪৪০ টাকা। কিন্তু আবু মুসা নামের ওই ড্রাইভার ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করেন বলে অভিযোগ পাওয়া যায়। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হতদরিদ্র রোগির স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সাম্প্রতিককালে যশোর থেকে ফেরার পথে সতিঘাটা ব্রিজের কাছে আসলে এ্যাম্বুলেন্সটি অচল হয়ে পড়ে থাকে। পরে অক্সিজেন বহনকৃত নসিমনের সাথে রশি বেধে মণিরামপুর ফেরার সময় দক্ষিণমাথা বাসস্ট্যান্ড থেকে ক্যামেরা বন্দি হয়।