ইবি প্রতিনিধিঃ
সারাদেশ যখন করোনা ভাইরাসের কারণে লকডাউন ঠিক সেই সময়েই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সোলায়মান চৌধুরী দাঁড়িয়েছেন অসহায় দরিদ্রদের পাশে।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দদের সাথে নিয়ে তার নিজ এলাকা গাজীপুর মহানগর কোনাবাড়ী এলাকায় গরীব অসহায় মানুষদের নিকট খাদ্যসামগ্রী বিতরন করেছে।
এসময় তিনি চাল,ডাল,আলু,পেয়াজ, সাবান ইত্যাদি ৩২ জন অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করেন।
ছাত্রদলনেতা সোলায়মান চৌধুরী বলেন,”বাংলাদেশ প্রতিটা ক্রান্তিলগ্নে ছাত্রদল সাধারন মানুষের পাশে থেকে কাজ করে আসছে।আজ বাংলাদেশ সহ সারাবিশ্ব “করোনা” নামক এক ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা প্রতিরোধে সারা বাংলাদেশ বিগত কয়েক দিন যাবৎ লক ডাউন অবস্থায় আছে।এতে বিপাকে পড়েছে গরীব অসহায়,দিনমজুর গাড়িচালক ভাইয়েরা।আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ হতে গরীব অহসায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি।আমরা আজ ১ম ধাপে ৩২টি পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি,আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে”
খাদ্য সামগ্রী বিতরনের সময় তার সাথে কোনাবাড়ী থানা ছাত্রদল শাকিল, কাওছার,পারভেজ,ফারুক সহ আরো কয়েক ছাত্রদল নেতা উপস্থিত ছিল।