কন্ঠ ডেস্ক: মনিরামপুরে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম সাংবাদ সম্মেলন করায় উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচীতে দলীয় নেতা-কর্মী সমর্থকের পাশাপাশি নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মনিরামপুর বাজারের দক্ষিনমাথায় “প্রতিদিনের কন্ঠ” মনিরামপুর অফিসের সামনে মানবন্ধন করে, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের মানুষ রাস্তায় দাড়িয়ে চেয়ারম্যান নাজমা খানমের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শ্লোগান দেয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, জিএম মজিদ, এসএম আলা উদ্দীন, মনিরুজ্জমান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। মানবন্ধন শেষে দলীয় কার্যালয়ে প্রতিমন্ত্রী সম্পর্কে চেয়ারম্যান নাজমান খানমের সাংবাদ সম্মেলনের প্রতিবাদ করে প্রেস ব্রিফিং করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদল হাসান। ব্যক্তিগত আক্রোশের বহিৎপ্রকাশ ঘটাতে গিয়ে শুধু প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য নন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন চেয়ারম্যান নাজমা খানম।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার সহধর্মিনীসহ পরিবারের সদস্যরা যখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, যখন তার সুস্থ্যতা কামনায় উপজেলায় মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন দোয়া প্রার্থনা করছে ঠিক তখনই চেয়ারম্যানের এমন ন্যাক্কারজনক মিথ্যাচার উপজেলাবাসীকে শুধু হতাশ নয়, ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ১৪ অক্টোবর প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলন করে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে নিয়ে নানা বক্তব্য দেন নাজমা খানম। তারপর থেকে নাজমা খানমের উপর অসন্তোষে ফেটে পড়েন মণিরামপুর উপজেলা আ’লীগসহ স্বপন ভট্টাচার্যের সমর্থকরা