মো:আক্তারুজ্জামান সুমন
ভোট কেন্দ্রের যেকোন অনিয়ম মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে নিজেদের অবস্থানকে ধরে রাখতে যা যা করার প্রয়োজন সেটি দিকে নিবিড় চোখ রাখতে হবে, কারন ষড়যন্ত্রকারীর অভাব নেই। তাদের রুখে যে বিজয় আমাদের আছে সেটি আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবো ইনশাআল্লাহ।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রধান পোলিং এজেন্ট প্রশিক্ষণ প্রোগ্রাম- প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এসব কথা বলেন। উপজেলা সহকারী সেক্রেটারি ও নির্বাচন কমিটির সদস্য সচিব আহসান হাবীব লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা রাখেন- জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল বারী।