চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও পথসভা পালন করা হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে পৌর এলাকার বিভিন্ন সড়কে আনন্দ শোভাযাত্রাটি ঘুরে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে পথ সভায় মিলিত হয়। উক্ত পথসভার সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ এবং সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফিরোজ আসেফ স্বচ্ছ। এতে যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারন সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ, ছাত্রনেতা শাওন আহমেদ, অহিদুজ্জামান অহিদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ, নাজমুজ্জামান মাসুম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোহা. আব্দুল আওয়াল তুষার, সাধারণ সম্পাদক ফিরোজ আশেফ স্বচ্ছ, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব রায়হান ইমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আরাফাতসহ সমাবেশ ও শোভাযাত্রায় জেলা ছাত্রলীগের সহস্রাধীক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়ায় জাতির পিতার কন্যা, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।