স্টাফ রিপোর্টারঃ যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এর সার্বিক তত্ত্ববধানে অফিসার ইনচার্জ জনাব, মারুফ আহম্মদ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস সংগীয় এএসআই(নিঃ) মোঃ হোসেন জাহিদ ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার ঘটনাস্থল যশোর কোতয়ালী মডেল থানাধীন বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড়স্থ ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন @ লিটন(৪৫), পিতা-মৃত. বেলায়েত হোসেন এর বসতবাড়ীর ২য় তলা বিশিষ্ট পাকা বসত ঘরের ২য় তলার দনি পাশের রুম হইতে ১৭ (সতের) বোতল কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক আসামী (১) মোঃ জাহাঙ্গীর হোসেন @ লিটন(৪৫), পিতা-মৃত. বেলায়েত হোসেন, সাং-বাসা/হোল্ডিং ৫৬, বোরহানশাহ সড়ক, ওয়াপদা গ্যারেজ মোড়, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের মোঃ জাহাঙ্গীর হোসেন @ লিটন(৪৫), পিতা-মৃত. বেলায়েত হোসেন, সাং-বাসা/হোল্ডিং ৫৬, বোরহানশাহ সড়ক, ওয়াপদা গ্যারেজ মোড়, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ (১) মোট ১৭ (সতের) বোতল কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেনসিডিল ।
কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৬, তাং-২৯/০৩/২০২০ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ)।