1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শা ঝিকরগাছা উপজেলা বাসীর দীর্ঘ দিনের চাওয়া পিপড়াগাছি বকুলীয়া সংযোগ সেতু

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬৩ বার সংবাদটি পাঠিত

শার্শা প্রতিনিধি: যশোর শার্শা ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া ও শংকর পুর ইউনিয়নের পিঁপড়া গাছি, বকুলীয়া, বেত্রবতী নদী উপর (২ হাজার ১৭/১৮ অর্থ বছরে সেতুটি নির্মাণের জন্য শার্শা উপজেলা পি আই ও অফিস থেকে দৈর্ঘ্যে ৬০ ফুট লম্বা ব্রিজের বরাদ্দ দেওয়া হলেও পানি উন্নয়ন বোর্ডের আপত্তি ছিলো সেতুটি নির্মাণে আমূল পরিবর্তন করতে হবে । পানি উন্নয়ন বোর্ডের দাবি সেতুটি দৈর্ঘ্যে (১৫০ ফুট লম্বা) না হ’লে বেত্রাবতী নদী তাঁর নব্যতা গভীরতা হারিয়ে মা-রা যেতে পারে। সে কারণে (৬০ ফুট লম্বা) বরাদ্দকৃত অর্থ সরকারি দপ্তরের ফিরে যায় । সেতু নির্মাণ হ’লে দুই পাসের সংযোগ সড়ক নির্মাণে সরকারী বরাদ্দ না থাকায় শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, দু উপজেলার সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য নিজের অর্থয়নে (২ লক্ষ ৩০ হাজার টাকা) ব্যায় করে সড়ক নির্মান করলেও দীর্ঘ দিন সেতু নির্মাণ কাজ শুরু না হওয়ায় স্থানীয় মানুষের ভিতর খোভের সঞ্চয় দেখা দিয়েছে। সেতুটি নির্মাণ বিষয় চেয়ারম্যান বকুল জানান ঝিকরগাছা শার্শার মানুষের জন্য সেতু নির্মাণ জরুরী প্রতিদিন ২০ হাজার মানুষ যাতায়াত করবে এ সেতুটি হলে চলাচলের জন্য সহজ হবে। মালামাল আনানেওয়া খরজ কমে আসবে মানুষের জীবন মান উন্নত হবে। যদি ঝিকরগাছা শংকরপুর চেয়ারম্যান নিছার আলী জনগণের কথা চিন্তা করে সেতুটি নির্মাণ এগিয়ে আসলে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হতো। চেয়ারম্যান বকুল, বলেন জনগণ বাঁশের পাটা উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যশোর (৮৫/১) শার্শার জাতীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব শেখ আফিল উদ্দিন, সাহেব কে বিষয় টি অবহিত করা হয়েছে তিনি জানিয়েছেন, দ্রত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি নিশ্চিত করেছ্।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION