দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাতক্ষীরার অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম কামাল হোসেন গাজী (৩২)। কামাল হোসেন দেবহাটা উপজেলার টিকেট (রঘুনাথপুর) গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান সঙ্গীয় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও রাসেল কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার বিকালে গ্রেফতারকৃত কামাল হোসেনের টিকেটস্থ বসত বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের মধ্যে থেকে ২টি কালো পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং কামাল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেন। এ বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯ (ক) ধারায় ০৫ নং মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রেখেছে। আর এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।