সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ বেনাপাল বন্দরে ভারত থেকে ব্লিচিং পাওডার বহনকারী ১০ টি ট্রাক যাত্রী সাধারন চলাচলের সড়কের ওপর গত ২৯ সেপ্টম্বর থেকে মাল খালাসের অপক্ষায় দাঁড়িয় রয়েছে। খোজ নিয়ে জানা গেছে ২৯ ও ৩০ সেপ্টম্বর পর্যায় ক্রমে এই ১০ টি ভারতীয় ট্রাক বন্দর এলাকায় প্রবশ করবে। এবং বন্দরের ৮ নং গেট এর সামনে রাস্তার দুপাশে অবস্থিত কি কারনে বন্দরে ট্রাক টার্মিনালে এই গাড়ি না ঢুকিয়ে কিংবা কোন পণ্যাগারে এই ট্রাকের মাল না নামিয়ে রাস্তার ওপর অবৈধভাবে রাখা হয়েছে কেন তা স্পষ্ট জানা যায়নি। তবে ওই গাড়ি গুলার চালকদের সাথে কথা বলে এটুকু জানা যায় কাগজপত্র ত্রুটি থাকার কারনে তারা কোন পণ্যাগার বা শেডে ঢুকতে পারছে না। কাগজপত্র সংশােধিত হয়ে তারা মাল খালাস করতে পারবে।
ব্লিচিং বহনকারী ভারতীয় ট্রাক গুলোর চালক ও হেলপারগন দীর্ঘদিন ধর রাস্তার ওপর রান্না খাওয়া দাওয়ার কাজ করতে বাধ্য হচ্ছে। এবং রােদ বৃষ্টিতে ভিজে পুড়ে দিন যাপন করছে। কেন তারা ট্রাক টার্মিনাল প্রবেশের অনুমতি পাচ্ছে না এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল বন্দরের এর ট্রাফিক উপ- পরিচালক মামুন কবির তরফদার ফোন রিসিভ না করে বিষয়টি এড়িয় যান।