বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯৩বোতল ফেন্সিডিল সহ আলআমিন (২২)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।তার সাথে থাকা আরো দুই জন পাচারকারী পালিয়ে যায়। শুক্রবার(৯ অক্টোবর))সকালে নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সামনে থেকে আটক করা হয়। আটকৃত আসামি শার্শা থানার আন্দোলপোতা গ্রামের মাজাহারুলের ছেলে।পালাতক আসামিরা হলো শার্শা থানার পারিগুপি গ্রামের আঃ রহিমের ছেলে ইব্রাহিম ও একই থানার দূর্গাপুর গ্রামের আয়নালের ছেলে রমজান। তারা এলাকায় ফেন্সিডিল ও ইয়াবা পাচারকারী হিসাবে পরিচিত। ৪৯বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মোঃসেলিম রেজা নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালি চেকপোস্টের হাবিলদার শওকতের নেতৃত্বে শার্শা নিশ্চিন্তপুর গ্রামে অভিযানে পাকা রাস্তার উপর থেকে ৫৯৩বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।তার সাথে থাকা আরো দুই জন আসামি পালিয়ে যায়।পালাতক আসামিদের নামে মামলা করা হবে।আটকৃত ও পালাতক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। স্থানীয়রা জানায়,বহনকারীরা আটক হলেও প্রকৃত মালিকরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।কিছু অসাধু ব্যাবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।