সোহাগ হোসেন: যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি চোরাই আইচার ট্রাক যার নং খুলনা মেট্রো ট-১১-১২৪৩ আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার(৭অক্টোবর) রাতে আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্থার উপর থেকে আটক করা হয়।আটকৃত ট্রাকটির নাম্বার ও কাগজপত্রের সাথে কোন মিল ছিলো না।ট্রাকের বডিতে ভৈরব ট্রান্সপোর্ট কমিশন এজেন্ট লেখা ছিলো। সুত্র মতে জানা যায়,বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চোর সেন্টিগেটের মাধ্যেমে দেশের বিভিন্ন স্থানে চোরাই ট্রাক সরবরাহ করে থাকে।এই চোরাই সেন্টিগেট ভারতীয় ট্রাক দেশের ভেতর প্রবেশ করিয়ে বন্দরের ভেতর গোপন স্থানে রেখে সুযোগ মতো ট্রাকের রং ও অন্যান্য সামগ্রী চেজ্ঞ করে থাকে।যে কোন একটি ট্রাক নাম্বার প্লেট লাগিয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়।এ সমস্থ চোরাই ট্রাকের চ্যাচিজ নাম্বার গাড়ি নাম্বার মিল থাকলেও খোদায় করা ইজ্ঞিন নাম্বার মিল থাকে না। ৪৯বিজিবি বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার মিজান জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১০চাকার একটি খালি ট্রাক আমড়াখালি অতিক্রম করবে যার কাগজপত্র ঠিক নেই।এমন সংবাদের ভিত্তিতে রাস্থার উপর অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।ট্রাকটির ডিজিটাল নাম্বার থাকলেও ইজ্ঞিন নাম্বার ও কাগজপত্রের কোন মিল ছিলো না। আটকৃত ট্রাকটি কে মামলা দিয়ে থানায় হস্থান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এস আই মাসনুন নিশ্চিত করে জানান,বিজিবি ১০চাকার একটি ট্রাক আটক করে থানায় হস্থান্তর করেছে। ট্রাকের কাগজপত্র মিল নাই চোরাই মামলা হয়েছে।যার মামলা নং২৩ তাং৮/১০/২০২০ ইং।