দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানায় মাদকদ্রব্য মামলায় ৩০ গ্রাম গাঁজা সহ ০১ জন আসামী এবং জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৫ জন আসামী সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ পৃথক পৃথক অভিযান পরিচালনা কালে ইং-০৭/১০/২০২০ তারিখ এসআই(নিঃ)/ নয়ন চৌধুরী সংঙ্গীয়, এএসআই(নিঃ)/সুজিত বিশ্বাস, এএসআই(নিঃ)/ রসিদুল ইসলাম, এসআই(নিঃ)/সোহেল উদ্দীন, এএসআই(নিঃ)/পূণানন্দ হরি, এএসআই(নিঃ)/ শরীয়তুল্লাহ ও ফোর্স সহ দেবহাটা থানার মামলা নং-৪(১০)২০২০ এর আসামি ১। জুড়োন সরকার (৬০), পিতা-মৃত নিমাই সরকার, সাং-শশাডাঙ্গা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে নিজ বসত বাড়ীর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ৩০(ত্রিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা করেন এবং জিআর-৯৮/১৮(দেবঃ) এর আসামী ২। সিদ্দিক সরদার, পিতা-মৃত আবু সানা সরদার, ৩। নাজমুল গাজী, পিতা-ইব্রাহিম গাজী, উভয় সাং-খাসখামার, জিআর-৩১৮/০৪(ক) এর আসামী ৪। আমীর হোসেন, পিতা-ওয়াজেদ আলী গাজী, ৫। কাদের, পিতা-কাজল মিয়া, উভয় সাং-চালতেতলা, নন জিআর- ০১/১৬ এর আসামী ৬। ওলিউল্লাহ, পিতা-মৃত আব্দুল বারী, সাং-নারিকেলী, সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে ইং-০৮/১০/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।